বাসস ক্রীড়া-১৫ : ম্যাকাবির সঙ্গে প্লেঅফ ম্যাচের পর সালজবুর্গের তিন খেলোয়াড় করোনা পজিটিভ

134

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-ইউরো-চ্যাম্পিয়ন্স-প্লে অফ-ভাইরাস
ম্যাকাবির সঙ্গে প্লেঅফ ম্যাচের পর সালজবুর্গের তিন খেলোয়াড় করোনা পজিটিভ
ভিয়েনা, ৪ অক্টোবর ২০২০ (বাসস/এএফপি): ইসরাইলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের প্লে অফ ম্যাচ খেলার পর দলের তিন খেলোয়াড় করোনা পজিটিভ বলে রোববার ঘোষনা দিয়েছে অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সালজবুর্গ।
সামাজিক মিডিয়া চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ওই তিন খেলোয়াড়ের কারো মধ্যে করোনা উপসর্গ দেখা যায়নি। সবাই বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। দলের বাকী সদস্যরাও তাদের ভাষায় – ‘টিম কোয়ারেন্টাইনে’ রয়েছে। এর অর্থ হচ্ছে তারা কেবল অনুশীলণ ও ম্যাচে অংশ নিতে পারবে।
সালজবুর্গ জানায়,‘ পরবর্তীতে আরো ঘন ঘন তাদের পরীক্ষা করানো হবে।’ এমন পরিস্থিতিতে সালজবুর্গের কোন সদস্য পরবর্তী দুই সপ্তাহের জন্য অস্ট্রিয়ান জাতীয় দলে ডাক পাবেন না।
বুধবার বাছাইপর্বের দ্বিতীয় লেগে সালজবুর্গ ৩-১ গোলে ম্যাকাবিকে পরাজিত করেছে। ফলে দুই ম্যাচে ৫-২ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রিয়ান চ্যাম্পিয়নরা।
দেশটিতে এ পর্যন্ত ৪৮ হাজার করোনা রোগি শনাক্ত হয়েছে। মারা গেছে ৮১৩জন।
বাসস/এএফপি/এমএইচসি/২০২০/স্বব