বাজিস-৮ : জয়পুরহাটে ধান মজুদ, পচাবাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জরিমানা

115

বাজিস-৮
জয়পুরহাট-জরিমানা
জয়পুরহাটে ধান মজুদ, পচাবাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জরিমানা
জয়পুরহাট, ৪ অক্টোবর, ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ সরকারি নির্দেশ অমান্য করে ধান মজুদ করা এবং দোকানে পচাবাসি খাবার ও মেয়াদ উত্তীর্ন পণ্য রাখার দায়ে দুইলাখ ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন চন্দ্র রায় আজ রোববার দুপুরে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের পল্লীবালা বাজারে ভ্রাম্যমান আদলতের ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সরকারি নির্দেশ অমান্য করে আড়তে ধান মজুদ রাখায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় তিন আড়তদারকে দুইলাখ ৪০ হাজার টাকা জরমানা করে ভ্রাম্যমান আদালত।
এ ছাড়াও বাজারের খাওয়ার হোটেলে পচাবাসি খাবার পরিবেশন ও দোকানে মেয়াদ উত্তীর্ন পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আরও ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন ও সদর উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা এবং র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) এম এম মোহাইমেনুর রশিদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৫০/এমকে