বাজিস-৭ : হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

122

বাজিস-৭
হবিগঞ্জ-সড়ক দুর্ঘটনা
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
হবিগঞ্জ, ৪ অক্টোবর ২০২০ (বাসস): জেলার বাহুবল উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি বাস ও জীপগাড়ীর মধ্যে সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন।
আজ রোববার দুপুরে উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সনয় কর্মকারের পুত্র জীপচালক সঞ্জীত কর্মকার (৩৮) এবং রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলী (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী (ঢাকা মেট্রো ব ১১-০৯০২) একটি যাত্রীবাহি বাসের সাথে শ্রীমঙ্গলগামী একটি জীপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে জীপ চালক সঞ্জীত ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চা শ্রমিক অঞ্জলীকে মৃত ঘোষনা করেন ।
কমাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/১৯৪০/এমকে