বাজিস-৬ : নড়াইলে ওএমএস-এর মাধ্যমে চাল বিক্রি শুরু

107

বাজিস-৬
নড়াইল-চাল বিক্রি
নড়াইলে ওএমএস-এর মাধ্যমে চাল বিক্রি শুরু
নড়াইল, ৪ অক্টোবর ২০২০ (বাসস): জেলার সদর পৌর এলাকায় আজ থেকে ওএমএস-এর মাধ্যমে চালবিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে খাদ্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শহরের পুরাতন টার্মিনালে আওয়ামী লীগ অফিসের সামনে এ চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. রেজাউল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন পাঁচটন করে সপ্তাহে ছয়দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ চাল বিক্রি হবে এবং প্রতিজনকে ৩০ টাকা দরে পাঁচকেজি করে চাল দেয়া হবে।
বাসস/সংবাদদাতা/১৯৩০/এমকে