বাজিস-৫ : লক্ষ্মীপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

123

বাজিস-৫
লক্ষ্মীপুর-কর্মশালা
লক্ষ্মীপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা
লক্ষ্মীপুর, ৪ অক্টোবর, ২০২০ (বাসস): জেলায় আজ ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’-এর আওতায় সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহিত কর্মসূচি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা শহরে সোশ্যাল ডেভেলপেমন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, ‘কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা মো. ফজলুল করিম ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সারোয়ার জামান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯২৫/এমকে