আইপিএলে ম্যাচ ফিক্সিং তদন্তে বিসিসিআই’র দুর্নীতি দমন শাখা

216

দুবাই, ৪ অক্টোবর ২০২০ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ম্যাচ ফিক্সিংএর তথ্য পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপরই তদন্তে নেমেছে বিসিসিআই’র দুর্নীতি দমন শাখা।
ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত করার বিষয়টি স্বীকারও করেছেন বিসিসিআই’র দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ।
একটি সূত্র বলছে, টুর্নামেন্টে খেলা এক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংএর জন্য প্রস্তাব করেছে বাজিকররা।
অজিত সিংহ বলেন, ‘আমরা তথ্য পেয়েছি। একজন খেলোয়াড় আমাদের কাছে সবকিছু জানিয়েছে। ক্রিকেটারের নাম ও কোন দলের, তা তদন্তের স্বার্থে জানানো হয়নি। আমরা তদন্ত শুরু করেছি।’
করোনার কারনে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে আবদ্ধ ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে কারও পক্ষেই দেখা করা সম্ভব নয়। তবে ম্যাচ ফিক্সিংএর প্রস্তাব দেয়ার একমাত্র উপায় সামাজিক যোগাযোগ মাধ্যম। ঐ ক্রিকেটারকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ফিক্সিংএর প্রস্তাব দেয়া হয়েছে।