বাসস দেশ-১৬ : দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা

97

বাসস দেশ-১৬
করোনা-আপডেট
দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা
ঢাকা, ৪ অক্টোবর, ২০২০ (বাসস) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২১১তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে শনাক্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা।
গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫৭ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ৯ হাজার ৫৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ১৮২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৮ দশমিক ৫৭ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। গতকালের চেয়ে আজ ১৪৫ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৬ দশমিক ৩৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১৯ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২০ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৩৪৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৭৩৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ৯ হাজার ৩১২ জনের। গতকালের চেয়ে আজ ৪২৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৮৫৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজার ৫৫৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩০৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

বিস্তারিত আসছে….
বাসস/এএসজি/এমএসএইচ/১৭০৫/-কেজিএ