বাসস বিদেশ-৮ : সুইজারল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্মচারিদের বেতন হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

130

বাসস বিদেশ-৮
সুইজারল্যান্ড-হ্যাকার
সুইজারল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্মচারিদের বেতন হাতিয়ে নিয়েছে হ্যাকাররা
জেনেভা, ৪ অক্টোবর, ২০২০(বাসস ডেস্ক) : হ্যাকাররা সুইজারল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতনের অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা রবিবার এ কথা জানান।
সুইজারল্যন্ডের সরকারী বিশ্ববিদ্যালয় গুলোর রেক্টর গ্রুপের মহাপরিচালক মার্টিনা ওয়েইস এএফপিকে বলেন, “আমাদের তথ্য অনুসারে সুইজারল্যান্ডের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।”
হ্যাকাররা ফিশিং ও ট্যাকিংয়ের মাধ্যমে কোন এক ব্যক্তির কাছ থেকে তথ্য চুরি কওে, এর মাধ্যমে ব্যক্তিগত বিবরণী হাতিয়ে নেয় এবং তারা ব্যাসেল বিশ্ববিদ্যালয়সহ অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন সরিয়ে ফেলে।
বাসস/এএফপি/এমএবি/১৭০০/-জেহক