সিলেট বিভাগে করোনায় ২৪ ঘন্টায় সুস্থ ১৮, আক্রান্ত ২৬ জন

316

সিলেট, ৩ অক্টোবর, ২০২০ (বাসস) : সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায় আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ জনকে নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭১১ জন। এ মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৮৯৯, সুনামগঞ্জে ২হাজার ৩৪৭, হবিগঞ্জে ১ হাজার ৭৫৮ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭০৭ জন।
একই সময়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৫ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ৫০৩, সুনামগঞ্জে ২ হাজার ১৬৭, হবিগঞ্জে ১ হাজার ৩২৬ ও মৌলভীবাজারে ১ হাজার ৫৮৯ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৮, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬৬ জন। এরমধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৩ জন। এই বিভাগে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৬৩৩ জন।