নরসিংদীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ২৭ জন সাংবাদিক

349

নরসিংদী, ৩ অক্টোবর, ২০২০ (বাসস) : করোনাভাইরাস মহামারির বিরূপ প্রভাব মোকাবেলার অংশ হিসেবে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিক আজ প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা পেয়েছেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট (বিজেডব্লিউটি) নরসিংদী প্রেস ক্লাবের সহযোগিতায় আজ জেলা শিশু একাডেমির কনফারেন্স হলে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ।
নরসিংদী জেলার ২৭ জন সাংবাদিক প্রত্যেকে ১০ হাজার টাকার চেক পেয়েছেন।
অনুষ্ঠানে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মিডিয়া বান্ধব সরকার। করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মোকাবেলায় তাঁর (প্রধানমন্ত্রী) নিরলস প্রচেষ্টার অংশ হিসাবে তিনি সাংবাদিকসহ বেশিরভাগ পেশাদার সংগঠনকে আর্থিক সহায়তা দিয়ে পাশে থেকেছেন।
সভায় বিএফইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইস্যুতে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়া উচিত।
তিনি বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।