বাজিস-১০ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে তালবীজ রোপণ শুরু

129

বাজিস-১০
নীলফামারী- তালবীজ
‘মুজিববর্ষ’ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে তালবীজ রোপণ শুরু
নীলফামারী, ৩ অক্টোবর ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বজ্রপাত নিরোধে জেলার সৈয়দপুর উপজেলায় আজ থেকে দুইহাজার পাঁচশ’টি তালগাছের বীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচির আয়োজন করেছে উপজেলা ত্রাণ ও দুর্যোগ দপ্তর। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ‘কাবিখা’ কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাঙালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অদুরে তিস্তা সেচখালের তীওে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার জানান, পরিবেশ রক্ষা ও বজ্রপাত নিরোধে উপজেলার ৫টি ইউনিয়নের পতিত জায়গায় পাঁচশ’টি করে মোট দুইহাজার পাঁচশ’টি তালগাছের বীজ রোপণ কাজ শুরু হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮০০/-এমকে