বাসস ক্রীড়া-১৭ : উইয়েফা রেফারি প্রধানের দায়িত্ব ছেড়ে দিলেন কলিনা

182

বাসস ক্রীড়া-১৭
ফুটবল-রেফারি-উয়েফা-কলিনা
উইয়েফা রেফারি প্রধানের দায়িত্ব ছেড়ে দিলেন কলিনা
প্যারিস, ২ আগস্ট ২০১৮ (বাসস) : উয়েফার প্রধান রেফারিং কর্মকর্তার পদ ছেড়ে দিয়েছেন পিয়েরলুইজি কলিনা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা কলিনার স্থলাভিষিক্ত হবেন রবার্তো রোসেত্তি।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ভিএআর প্রবর্তনের সঙ্গে রোসেত্তি জড়িত ছিলেন। এখন তিনি উয়েফার রেফারি কমিটিরও প্রধানের দায়িত্ব পালন করবেন।
উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘এই দায়িত্বের জন্য রবার্তো উপযুক্ত। খেলা পরিচালনায় তার অসাধারণ জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। আশা করি কর্মোদ্দীপনা এবং আগ্রহ নিয়ে তিনি এই কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।’
আট বছরের দায়িত্ব পালনকালীন সময়ে ৫৮ বছর বয়সী কলিনা চমৎকারভাবে দায়িত্ব পালন করেছেন। সফেরিন বলেন, ‘উয়েফায় কলিনা তার দর্শন, বোধশক্তি এবং বিচারবুদ্ধি দিয়ে দায়িত্ব পালন করেছেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’
ফুটবলের ইতিহাসে কলিনাকে একজন সেরা রেফারি হিসেবে গণ্য করা হয়। ২০০৮ সালে ইউরো ফাইনালে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮১০/-স্বব