হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে কারভাহাল

389

মাদ্রিদ, ৩ অক্টোবর, ২০২০ (বাসস) : হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক ডানি কারভাহাল। ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার স্প্যানিশ এই ডিফেন্ডারের ডান হাঁটুতে স্ক্যান করা হয়। সেখানেই লিগামেন্টের ইনজুরির বিষয়টি ধরা পড়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে স্পস্ট করে জানানো হয়নি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন। স্প্যানিশ গণমাধ্যম অবশ্য দাবী জানিয়েছে অন্তত দুই মাসের জন্য কারভাহালকে বিশ্রামে থাকতে হবে।
ইনজুরির কারনে আগামী সপ্তাহে পর্তুগাল, সুইজারল্যান্ড ও ইউক্রেনের বিপক্ষে স্পেনের হয়ে তিনি মাঠে নামতে পারছেন না। তিনটি লিগ ম্যাচ শেষে দুই জয় ও একটি ড্র নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লা লিগা টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
স্প্যানিশ কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই একটি দুঃসংবাদ। বিশেষ করে কারভাহালের জন্য।’