ভারতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

371

নয়াদিল্লী, ৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): ভারতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার এক লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এ দেশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকার মধ্যেই সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট এক লাখ ৮৪২ জনে দাঁড়িয়েছে। ফলে মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ স্থানে উঠে আসা এ দেশের সামনের সারিতে এখন রয়েছে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬৪ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশটির লোকজন অধিক হারে করোনায় আক্রান্ত হওয়ায় এখানে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।