বাসস ক্রীড়া-১১ : সম্ভাবনা জাগিয়েও অভিষেক ওয়ানডে জিততে পারলো না নেপাল

132

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-নেপাল
সম্ভাবনা জাগিয়েও অভিষেক ওয়ানডে জিততে পারলো না নেপাল
আমস্টেলভিন, ২ আগস্ট ২০১৮ (বাসস) : সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত নিজেদের প্রথম ওয়ানডে জিততে পারলো না নেপাল ক্রিকেট দল। বিশ্বের ২৪তম দেশ হিসেবে গতকাল ওয়ানডে অভিষেক ঘটে এ পর্যন্ত ১২টি টি-২০ ম্যাচ খেলা নেপালের। নিজেদের অভিষেক ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫৫ রানে হেরে যায় তারা। ফলে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নেদারল্যান্ডস।
বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ওয়ানডে স্ট্যাটাস পায় নেপাল। একদিনের আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাওয়ার পর নেদারল্যান্ডস সফরে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক ঘটে নেপালীদের।
নেদারল্যান্ডসের মাঠ আমস্টেলভিনে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে নেপাল। ব্যাট হাতে নেমে ৪৭ দশকিক ৪ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। দলের পক্ষে মাইকেল রিপন সর্বোচ্চ ৫১ রান করেন। এ ছাড়া বাস ডি লিড ৩০ ও ওপেনার স্টেফানাস মাইবার্গ ২৯ রান করেন। নেপালের পরস খাদকা ২৬ রানে ৪টি, সম্পাল কামি ৩৪ রানে ৩ উইকেট নেন। ১৭ বছর বয়সে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেটের গেলো আসরে অংশ নেয়া সন্দ্বীপ লামিচান ১০ ওভারে ৪২ রানে নেন ১ উইকেট ।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে শুরুটা ভালো ছিলো নেপালের। ৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েন নেপালের দুই ওপেনার জ্ঞ্যানেন্দ্র মাল্লা ও অনিল শাহ। একপর্যায়ে ১৮ ওভার শেষে ১ উইকেটে ৮৩ রান তুলে ম্যাচ জয়ের পথেই ছিলো নেপাল। কারণ, ম্যাচ জয়ের জন্য ওই সময় ৯ উইকেট হাতে নিয়ে ১৯২ বলে ১০৭ রান দরকার ছিলো নেপালের।
কিন্তু ১৯তম ওভার থেকেই ছন্দপতন ঘটে নেপালের ব্যাটিং লাইন-আপে। মাত্র ৫১ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৪১ দশমিক ৫ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে মাল্লা ৮টি চারে ৬১ বলে ৫১, দিপেন্দ্র আইরি ৩৩ ও সাহ ২১ রান করেন। নেদারল্যান্ডসের ফ্রেড ক্লাসেন পিটার সিলার ও রিপন ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নেদারল্যান্ডসের রিপন।
আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজে দ্বিতীয় ওয়ানডে।
বাসস/এএমটি/১৭৫০/-স্বব