বাজিস-৭ : বরগুনায় দেড় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

135

বাজিস-৭
বরগুনা-উচ্ছেদ
বরগুনায় দেড় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বরগুনা, ২ আগস্ট, ২০১৮ (বাসস) : বরগুনার আমতলী কুয়াকাটা সড়কের আমতলী একে স্কুল মোড় থেকে ও চাওড়া খালের বাঁধের দু’ধারে এবং চৌরাস্তা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দেড় হাজার স্থাপনা (ঘর-বাড়ি-দোকান) উচ্ছেদ করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ বুধবার বিকেল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কার্যক্রম চালায়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজ’র এস্টেট ও আইন কর্মকর্তা, উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী এবং পটুয়াখালী সওজ’র নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদ।
পটুয়াখালী সওজ’র নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন জানান, বার বার নোটিশ দিয়েও সড়কের জমি থেকে অবৈধ দোকান- পাট সরানো যায়নি। গত ২৩ জুলাই সড়কের জমি ছেড়ে দেওয়ার জন্য মাইকিংও করা হয়েছিল।
এস্টেট ও আইন কর্মকর্তা, উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী জানান, সড়ক সম্প্রসারণের জন্য নিরুপায় হয়ে আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি।
বাসস/ সংবাদদাতা/১৭৪০/মরপা