বাসস দেশ-২৯ : ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ

118

বাসস দেশ-২৯
ডিএনসিসি-উচ্ছেদ
ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫টি পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। আজ ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অবৈধ উচ্ছেদের ফলে ডিএনসিসি’র ৫টি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নে আর কোন বাধা রইলো না। পার্ক ও মাঠগুলো হচ্ছে বনানী পূজা মাঠ, বনানী সি ব্লক পার্ক, মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্ক এবং মোহাম্মদপুর উদয়াচল পার্ক।
উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম গত ২৮ সেপ্টেম্বর গুলশান শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ‘পরম্পরা’ অনুষ্ঠানে ৩ অক্টোবরের মধ্যে পার্ক ও খেলার মাঠের সকল অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে এই ৫টি পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে থাকার কারণে এগুলোর আধুনিকায়ন কাজ ব্যাহত হচ্ছিল। বনানী পূজা মাঠে একটি রাজনৈতিক দলের কার্যালয়; বনানী সি ব্লক পার্কে অবৈধভাবে ডেসকোর পরিত্যক্ত সাবস্টেশন ও অফিস রুম এবং বনানী সোসাইটির গার্ড শেড স্থাপন করা হয়েছিল। এছাড়া মোহাম্মদপুর ত্রিকোণ পার্কে অবৈধভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়, রিকশা গ্যারেজ ও নার্সারি স্থাপন করা হয়েছিল। শিয়া মসজিদ পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর, টং দোকান, রিকশা গ্যারেজ স্থাপন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলামের নির্দেশে এ ৪টি পার্ক ও খেলার মাঠের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/১৯২৫/-কেকে