বাসস ক্রীড়া-৯ : শর্তসাপেক্ষে মাঠে দর্শক ঢোকার অনুমতি উয়েফার

126

বাসস ক্রীড়া-৯
ফুটবল-উয়েফা
শর্তসাপেক্ষে মাঠে দর্শক ঢোকার অনুমতি উয়েফার
লন্ডন, ২ অক্টোবর ২০২০ (বাসস) : ইউরোপিয়ান ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, উয়েফা। তবে শর্ত জুড়ে দিয়েছে তারা। শর্ত মানতে পারলেই মাঠে দর্শক প্রবেশ করতে পারবে।
এক বিবৃতিতে উয়েফা জানায়, স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই ইউরোপিয়ান ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোয় স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ পর্যন্ত দর্শক মাঠে প্রবেশ করতে পারবে।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গত মার্চ থেকে বিশ্ব ফুটবল অঙ্গনও বন্ধ হয়ে যায়। তবে গত জুনে করোনার মধ্যে পুনরায় শুরু হয় ফুটবল লড়াই। তবে সব ম্যাচই হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে।
তবে সুপার কাপে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ঢোকার অনুমতি দিয়েছিলো উয়েফা। গত ২৪ সেপ্টেম্বর বুদাপেস্টে বায়ার্ন মিউনিখ ও সেভিয়ার মধ্যকার ম্যাচটি দর্শকের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। গ্যালারিতে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত ছিলো।
সকল স্বাস্থ্যবিধি মেনে গ্যালারিতে প্রবেশ করতে পারবে দর্শকরা।
বাসস/এএমটি/১৮২৫/স্বব