বাসস দেশ-২০ : কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

138

বাসস দেশ-২০
শোক- কাদের
কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
ঢাকা , ২ অক্টোবর,২০২০ (বাসস) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম-এর মা কাজী নূরজাহান বেগম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে তিনি মরহুমা কাজী নূরজাহান বেগম-এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কাজী নূরজাহান বেগম আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাসস/সবি/কেসি/১৬৩৫/-স্বব