ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া করোনা পজেটিভ

490

ওয়াশিংটন, ২ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। তবে তারা ভালো আছেন এবং হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে থেকে দায়িত্ব পালন করবেন। ট্রাম্পের চিকিৎসক শুক্রবার এ কথা জানান।
টেস্টে পজেটিভ রিপোর্ট পাওয়ার পরপরই ট্রাম্প এক টুইটে প্রথম এই খবর জানান।
হোয়াইট হাউস শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশ বাতিল করেছে। ৩ নভেম্বর নির্বাচনের ৩২ দিন আগে ডেমোক্র্যাট জো বাইডেনের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পের সপ্তাহান্তের এবং পরের সপ্তাহের নির্বাচনী প্রচারাভিযান বাতিল করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, তাঁর ঘনিষ্ঠ এক উপদেষ্টার করোনা পজেটিভ পাওয়ার পরে তিনি এখন কোভিড -১৯ টেস্টের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনায় সংক্রমিত হওয়ার কথা ফক্স নিউজকে নিশ্চিত করেন ট্রাম্প।