যুক্তরাষ্ট্রগামী হন্ডুরাসের অভিবাসীদের আটকের নির্দেশ দিয়েছেন গুয়েতেমালার প্রেসিডেন্ট

366

পুরতো বাররিওস, গুয়েতেমালা, ২ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : গুয়েতেমালার প্রেসিডেন্ট আলিজান্দ্রো গিয়ামমেট্টেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য গুয়েতেমালায় প্রবেশ করা হন্ডুরাসের নাগরিকদের আটকের নির্দেশ দিয়েছেন।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গিয়ামমেট্টেই বলেন,‘এই মুহূর্ত থেকে সীমান্ত অতিক্রম করে গুয়েতেমালায় প্রবেশকারী হন্ডুরাসের লোকদের আটকের নির্দেশ দেয়া হলো।’
করোনাভাইরাস নিষেধাজ্ঞা লংঘন করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রার্থী হাজার হাজার হন্ডুরাস নাগরিক গুয়েতেমালায় ঢুকে পড়ে।
গিয়ামমেট্টেই বলেন, অভিবাসীদের সীমান্ত থেকে ফেরত পাঠানো হবে এবং আটককৃতদের হন্ডুরাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
তবে তিনি অভিবাসীদের স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যাওয়ার আহবান জানান।