বিশৃঙ্খলাপূর্ণ বিতর্কের পর বিধি পরিবর্তন চান না ট্রাম্প

477

ওয়াশিংটন, ২ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি প্রথম বিতর্কে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর প্রচেষ্টায় বাইডেনের সঙ্গে তার বিতর্কের বিধি পছন্দ করছেন না এবং এমন সম্ভাব্য পরিবর্তনের বিরোধিতা করেন। তাদের মধ্যে প্রথম দফার বিতর্কে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ির কারণে তা ক্ষতিগ্রস্ত হয়। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল বিতর্কের আয়োজকরা বুধবার জানিয়েছে, ‘আরো নিয়মতান্ত্রিক আলোচনা নিশ্চিত করতে নতুন বিধি যুক্ত করা প্রয়োজন। ক্লিভল্যান্ডে আগের দিনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার উদাহরণ টেনে তারা এমন ঘোষণা দেয়।
ট্রাম্প বলছেন, এতো দ্রুত বিধি পরিবর্তনের প্রয়োজন নেই।
তিনি টুইটার বার্তায় বলেন, ‘আমার সহজ জয়ের শেষ মুহূর্তে আমি কেন ডিবেট কমিশনকে দ্বিতীয় ও তৃতীয় বিতর্কের বিধি পরিবর্তনের সুযোগ দেব?
অপ্রকাশিত বিভিন্ন জরিপের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বারবার নিজেকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পরিচালিত বিভিন্ন জরিপে এর বিপরীত চিত্র উঠে আসে। এসব জরিপের ফলাফলে বাইডেনকে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে থাকতে দেখা যায়।
ডিবেট মডারেটর ক্রিস ওয়ালস নিউইয়র্ক টাইমস’কে বলেন, ‘এ বিতর্ক পরিচালনার বিধি পরিবর্তন করতে হবে আমি তা কখনো ভাবিনি।’
উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে দ্বিতীয় এবং ২২ অক্টোবর নাশভিলে তৃতীয় প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়ার কথা রয়েছে।