বাসস বিদেশ-১ : ঘনিষ্ঠ উপদেষ্টা করোনা পজেটিভ হওয়ায় ট্রাম্পের করোনা টেস্ট

217

বাসস বিদেশ-১
ট্রাম্প-কোভিড-টেস্ট
ঘনিষ্ঠ উপদেষ্টা করোনা পজেটিভ হওয়ায় ট্রাম্পের করোনা টেস্ট
ওয়াশিংটন, ২ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, তাঁর ঘনিষ্ঠ এক উপদেষ্টার করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তিনি এখন কোভিড-১৯ টেস্টের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনায় সংক্রমিত হওয়ার কথা ফক্স নিউজকে নিশ্চিত করেন ট্রাম্প।
বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার টেস্টের রিপোর্ট পাবেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি পরীক্ষার জন্য নমুনা দিয়েছি, দেখবো কি ঘটেছে।’
বাসস/এএফপি/অনু-এমএবি/১০৪৫/-আসাচৌ