বাসস ক্রীড়া-১৩ : কাল প্রথম দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ টাইগারদের

171

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-প্রস্তুতিমূলক ম্যাচ
কাল প্রথম দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ টাইগারদের
ঢাকা, ১ অক্টোবর ২০২০ (বাসস) : ঠিক ২শ দিন পর ২২ গজে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুুই গ্রুপে বিভক্ত হয়ে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামছে মোমিনুল-মুশফিকরা।
ঘরোয়া লিগের প্রস্তুতি হিসেবে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মধ্যে এটিই প্রথম। টাইগাররা পরবর্তীতে আরও একটি দু’দিনের ও একটি তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।
বাংলাদেশের ক্রিকেটাররা সর্বশেষ ২২ গজে কোন ম্যাচ খেলেছিলো গত ১৬ মার্চ। এরপর করোনাভাইরাসের কারনে দেশের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের পরই ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ হয়। তাই ডিপিএলই ছিলো খেলোয়াড়দের সর্বশেষ ম্যাচ। এরপর থেকেই ক্রিকেটাররা মাঠে ফেরার জন্য অধীর আগ্রহে ছিলো। শেষ পর্যন্ত তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।
আগামীকালের দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে ২২ গজে ফিরছে বাংলাদেশ দল। যদি এ ম্যাচটি প্রথম শ্রেনির ক্রিকেটে স্বীকৃতি পাচ্ছে না। তবে এ নিয়ে কোন মাথাব্যথা নেই ক্রিকেটারদের।
হোম অব ক্রিকেটে সকল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। শ্রীলংকার বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক দলে সুযোগ পাওয়া ২৭জন ক্রিকেটার দু’দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নিবে।
বাসস/এএমটি/২০০৮/স্বব