বাসস ক্রীড়া-১২ : টেস্ট দলের চুক্তি থেকে বাদ বেয়ারস্টো

174

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ইংল্যান্ড
টেস্ট দলের চুক্তি থেকে বাদ বেয়ারস্টো
লন্ডন, ১ অক্টোবর ২০২০ (বাসস) : ২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের নাম কাশ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টেস্ট দলের চুক্তি থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তবে সীমিত ওভারের ক্রিকেটের চুক্তিতে রাখা রয়েছে তাকে। ইসিবির মূল চুক্তিতে ২৩ জন ক্রিকেটার আছেন।
তিন ফরম্যাটের জন্য চুক্তিতে ডাক পেয়েছেন পাঁচজন ক্রিকেটার। সেই পাঁচ ক্রিকেটার হলেন- জোফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন স্টোকস এবং ক্রিস ওকস।
গত বছর তিন ফরম্যাটের চুক্তিতেই ছিলেন বেয়ারস্টো। গেল গ্রীষ্মে জাতীয় দলের হয়ে খুব বেশি টেস্ট খেলার সুযোগ হয়নি বেয়ারস্টোর।
বেয়ারস্টোর মত তিন ফরম্যাটের চুক্তিতে নেই জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডও। এন্ডারসন-ব্রড শুধুমাত্র আছে টেস্ট দলের চুক্তিতে।
টেস্টের চুক্তিতে সুযোগ হয়েছে জ্যাক ক্রলি, ওলি পপ, ররি বার্নস, স্যাম কারান ও ডম সিবলির।
‘ইনক্রিমেন্টাল কন্ট্রাক্ট’ নামে নতুন একটি ক্যাটাগরি তৈরি করেছে ইসিবি। সেখানে আছেন, ডম বেস-ক্রিস জর্ডান-জ্যাক লিচ ও ডেভিড মালান।
ভবিষ্যতের জন্য পেস বোলিং প্রতিভা তৈরি করতে পেস বোলিং উন্নয়ন চুক্তিও করেছে ইসিবি। সেখানে আছেন সাকিব মাহমুদ, ক্রেগ ওভারটন ও ওলি স্টোন।
২০২০-২১ মৌসুমে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি :
টেস্ট ও সীমিত ওভারের চুক্তি : জোফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।
টেস্ট চুক্তি : জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, স্যাম কারান, ওলি পপ ও ডম সিবলি।
সীমিত ওভারের চুক্তি : মঈন আলী, জনি বেয়ারেস্টো, টম কারান, ইয়োইন মরগান, আদিল রশিদ, জেসন রয় ও মার্ক উড।
ইনক্রিমেন্টাল চুক্তি : ডম বেস, ক্রিস জর্ডান, জ্যাক লিচ ও ডেভিড মালান।
পেস বোলিং উন্নয়ন চুক্তি : সাকিব মাহমুদ, ক্রেগ ওভারটন ও ওলি স্টোন।
বাসস/এএমটি/২০০৭/স্বব