বাসস ক্রীড়া-৯ : সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার উইলিয়ামসের সমর্থনে লিভারপুলের তারকারা

173

বাসস ক্রীড়া-৯
ফুটবল-লিভারপুল-উইলিয়ামস
সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার উইলিয়ামসের সমর্থনে লিভারপুলের তারকারা
লন্ডন, ১ অক্টোবর, ২০২০ (বাসস/এএফপি): সামাজিক গণমাধ্যমে হেনস্থার শিকার হওয়া তরুণ ডিফেন্ডার নিকো উইলিয়ামসের পাশে দাঁড়িয়েছেন ভিরজিল ফন ডিকসহ লিভারপুলের ফুটবল তারকারা।
গত সপ্তাহে লিভারপুলের ৭-২ গোলে জয় পাওয়া ম্যাচে লিঙ্কনের প্রথম গোল করা থেকে বিরত রাখতে ব্যর্থ হওয়ার কারণে অনলাইন সমালোচনার শিকার হন উইলিয়ামস। ওয়েলসের ১৯ বছর বয়সি এই আন্তর্জাতিক তারকা এরপর থেকে বন্ধ রেখেছেন নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট।
তবে লিভারপুলের সহকারী কোচ পেপ লিজন্ডারস বুধবার বলেছেন উইলিয়ামস জানেন তার প্রতি সতীর্থদের সমর্থন রয়েছে। যাদের মধ্যে আছেন ফন ডিক ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডও।
আর্সেনালের বিপক্ষে লীগ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচকে সামনে রেখে লিজন্ডারস বলেন,‘ সামাজিক মাধ্যমের এই মন্তব্য আমার জন্য নয়। আমি শুধু একটি কথাই বলব, গালাগালের পন্থা সঠিক নয়। সেটি সামাজিক মাধ্যমে হোক কিংবা রাস্তায়। আপনি যদি এই কথাটিকে সমর্থন না করেন, তাহলে নিজেই লিভারপুল সমর্থক নন।’
বাসস/এএফপি/এমএইচসি/২০০৪/স্বব