বাসস বিদেশ-৭ : বিশ্বব্যাপী ন্যায্য মূল্যে কোভিড -১৯-এর ভ্যাকসিন সরবরাহ করবে চীন: মুখপাত্র

143

বাসস বিদেশ-৭
ভ্যাকসিন-চীন
বিশ্বব্যাপী ন্যায্য মূল্যে কোভিড -১৯-এর ভ্যাকসিন সরবরাহ করবে চীন: মুখপাত্র
বেইজিং, ১ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): চীন বিশ্বব্যাপী ন্যায্য মূল্যে কোভিড -১৯-এর ভ্যাকসিন সরবরাহ করার কথা ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানান। খবর এএফপি’র।
বুধবার নিয়মিত প্রেস ব্রিফিং-এ মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন ‘বিভিন্ন দেশের ভ্যাকসিনগুলো এখনও তৈরি হচ্ছে। সেগুলোর কীভাবে মূল্য নির্ধারণ করা হবে তা এখনো অনিশ্চিত, তবে চীনের পক্ষে একটি বিষয় স্পষ্ট যে বিশ্বব্যাপী আমরা ন্যায্য ও যুক্তিসঙ্গত মূল্যে আমাদের ভ্যাকসিন জনসাধারণের কাছে সরবরাহ করব।’
তিনি বলেন, চীন ইতোমধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য ভ্যাকসিন সহজলভ্য ও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং এ প্রতিশ্রুতির মর্যদা রক্ষা করবে।
চীনের কোভিড-১৯ ভ্যাকসিন একবার পাওয়া যেতে শুরু করলে বিশে^র মানুষ এর মঙ্গলের অংশীদার হবে। ওয়াং আরো বলেন, ভ্যাকসিন বিতরণে উন্নয়নশীল দেশগুলোকে অনুদান এবং বিনামূল্যে সহায়তা প্রদানসহ বিভিন্নভাবে অগ্রাধিকার প্রদান করা হবে।
বাসস/ অনু- জেজেড/১৯০৫/আরজি