শাহ আমানত বিমানবন্দরে ৮২ পিস সোনার বারসহ এক যাত্রী আটক

270

চট্টগ্রাম, ১ অক্টোবর, ২০২০ (বাসস) : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের ৮২ পিস সোনার বারসহ মোহাম্মদ এনামুল হক নামের এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়ন্দা ও চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
আটককৃত সোনার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে এসব সোনার বার আটক করা হয়।
আটককৃত এনামুল হকের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের উপ-কমিশনার রোখসানা আকতার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে আটক করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। বিমানটি ল্যান্ড করার পরপরই সন্দেহজনক ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় একটি প্লাস্টিকে মোড়ানো বডিশিল্ডে লুকানো অবস্থায় ৮২টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
তাকে পতেঙ্গা থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা।