মিসরের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন আগুইরে

225

মিসর, ২ আগস্ট ২০১৮ (বাসস) : থিয়েরি অঁরি নয়, মিসর জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেক্সিকো ও এ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক বস জেভিয়ার আগুইরে।
আর্সেনাল ও ফ্রেঞ্চ তারকা অঁরি হেক্টর কুপারের স্থানে নিয়োগ পাবার দৌঁড়ে অনেকটাই এগিয়ে ছিলেন। কিন্তু হঠাৎ করেই মিসরীয় ফুটবল এসোসিয়েশন (ইএফএ) চার বছর পরে কাতার বিশ্বকাপকে সামনে রেখে আগুইরেকে নিয়োগ দেয়। রাশিয়া বিশ্বকাপে দলের ব্যর্থতায় কুপার পদ থেকে সড়ে দাঁড়ানোর পরেই ইএফএ বিষয়টি নিয়ে চিন্তা শুরু করে।
২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করা ৫৯ বছর বয়সী আগুইরে এশিয়ান পরাশক্তি জাপানের সাথেও কাজ করেছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ক্লাব আল-ওয়াহদার সাথে তিনি জড়িত ছিলেন। গত বছর মে মাসে ক্লাবটি ছেড়ে দেবার আগে আগুইরে ইউএই প্রেসিডেন্ট’স কাপ ও ইউএই লিগ কাপের শিরোপা জিতেছেন।