সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় সুস্থ ৪৮ ,আক্রান্ত ৩২ জন

219

সিলেট, ৩০ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায সুস্থ হয়েছেন ৪৮ জন । নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন এবং একই সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় আজ এ তথ্য নিশ্চিত করে জানায় ,গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়া ৪৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৫১ জন।এর মধ্যে সিলেট জেলার ৫ হাজার ৪১৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ১১৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৩২৬ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৫৮৮ জন।
একই সময়ে অর্থাৎ গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ হাজার ৬৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৮৬৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯৯ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২১৮ জনের। এর মধ্যে সিলেটে ১৫৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ৬ জন, এ নিয়ে বিভাগের চার জেলায় করোনা নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৬৪ জন রোগী। এর মধ্যে সিলেটে ৪৯ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৩ জন। বিভাগে হোম কোয়ারান্টাইনে আছেন ৭০১ জন।