বাসস ক্রীড়া-১৪ : ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস

126

বাসস ক্রীড়া-১৪
টেনিস-ফরাসি ওপেন-সেরেনা
ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস
প্যারিস, ৩০ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি) : ইনজুরির কারণে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। এ্যাচিলিস সমস্যার কারণে হাঁটতে সমস্যা হওয়ায় রোঁলা গারো থেকে বুধবার নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। ফলে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াই থেকে বঞ্চিত হলেন এই আমেরিকান।
এই ইনজুরি নিয়েই প্যারিস পৌঁছেছিলেন তিনবারের চ্যাম্পিয়ন ৩৯ বছর বয়সি সেরেনা।
তিনি বলেন,‘ ইউএস ওপেনের পর সেরে ওঠার মত পর্যাপ্ত সময় পায়নি গোঁড়ালি। আমার হাটতে কস্ট হচ্ছিল। এটি একটি বলার মত অসুখ নয়, যেটি সারানারো চেস্টা করতে হবে।’
তবে এই ইনজুরির কারণে ২০২০ সালের বাকী সময়টি তাকে বিশ্রামে কাটাতে হবে। এখন মার্গারেট কোর্টের সর্বকালের সেরা রেকর্ডে ভাগ বসানোর জন্য ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনই সেরেনার পরের সুযোগ।
মার্কিন তারকা বলেন,‘ ইনজুরি কাটাতে আমাকে চার থেকে ছয় সপ্তাহ সময় নিতে হবে। এখন কিছুই করার নেই। মনে হচ্ছে এই বছর আমি আরো একটি টুর্নামেন্ট খেলতে পারছি না।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪৫/স্বব