বাসস ক্রীড়া-৭ : ম্যাচ সেরা হয়ে প্রয়াত বাবা-মা’কে মনে করলেন রশিদ

113

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-রশিদ
ম্যাচ সেরা হয়ে প্রয়াত বাবা-মা’কে মনে করলেন রশিদ
আবু ধাবি, ৩০ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : গতরাতে আফগানিস্তানের রশিদ খানের বোলিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে প্রথম জয়ের স্বাদ নেয় সানরাইজার্স হায়দারাবাদ। প্রথম দু’ম্যাচ হারের পর অবশেষে রশিদের হাত ধরে স্বস্তির জয় পেলো তারা। দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারায় হায়দারাবাদ।
৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রশিদ। প্রতিপক্ষ দিল্লির সেরা তিন ব্যাটসম্যানকে শিকার করেন তিনি। ওপেনার শিখর ধাওয়ান, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও উইকেটরক্ষক ঋসভ পান্থকে বিদায় দেন রশিদ।
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে প্রয়াত বাবা-মা’কে মনে করলেন রশিদ। ২০১৮ সালের ডিসেম্বরে রশিদের বাবা মারা যান। আর গত জুনে রশিদের মা মারা যান।
রশিদ বলেন, ‘গত দেড় বছর আমার জন্য খুবই কঠিন ছিল। প্রথমে বাবা মারা গেলেন, পরে মা চলে গেলেন। বাবা-মা’কে হারানোর ধাক্কা সামলে ওঠা আমার জন্য কঠিন ছিলো। মা ছিলেন আমার সবচেয়ে বড় ভক্ত। সবসময় আমার খেলার খবর রাখতেন। বিশেষভাবে, যখন আমি আইপিএলে ম্যাচ সেরা হতাম, মা সবসময়ই আমার সাথে কথা বলতেন। আমাকে উৎসাহ দিতেন, ভালো খেলার জন্য।’
হায়দারাবাদের হয়ে প্রথম দু’ম্যাচে নিষ্প্রভ ছিলেন রশিদ। ৫৬ রান দিয়ে মাত্র ১টি উইকেট নিতে পারেন তিনি। মরুর দেশের কন্ডিশন সমস্যা করছে বলে মনে করেন তিনি। তবে এমন কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিয়েছেন বলে জানান রশিদ, ‘এই কন্ডিশনে ব্যাটসম্যানদের বিপক্ষে বল করাটা কিছুটা কঠিন। আজ জোরে বল করতে হয়েছে। দুই-তিনটি বল করলেই বুঝা যায়, কোন উইকেটের জন্য কিভাবে বল করতে হবে। অধিনায়ক ও সতীর্থরা আমাকে সাপোর্ট দিয়েছে। পরের ম্যাচে আরও ভালো করার লক্ষ্য।’
বাসস/এএমটি/১৭০০/স্বব