বাজিস-৪ : মেহেরপুরে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

157

বাজিস-৪
মেহেরপুর-শোক দিবস
মেহেরপুরে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা
মেহেরপুর, ২ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রসাশক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, মেহেরপুর পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ। আলোচনা সভায় জেলার সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৫ আগস্ট ২০১৮ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাসস/সংবাদদাতা/১৩৪৫/নূসী