সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় সুস্থ ৮৯ জন

272

সিলেট, ২৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ এবং মারা গেছেন দুইজন।
সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠা ৮৯ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ৪০৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৫ হাজার ৩৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ১০৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৩২৫ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৫৮২ জন।
একই সময়ে সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬২১ জন।এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৮৫০ জন,সুনামগঞ্জে ২ হাজার ৩৩৪ জন, হবিগঞ্জে ১হাজার ৭৪৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরো দুই জন।এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাড়ালো ২১৮ জন।এর মধ্যে সিলেটে ১৫৭ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ৫ জন,এ নিয়ে বিভাগের চার জেলায় করোনা নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৬৬ জন রোগী। এর মধ্যে সিলেটে ৫১ জন, সুনামগঞ্জে ৭জন, হবিগঞ্জে ৫জন ও মৌলভীবাজারে ৩ জন।