বাসস দেশ-২০ : কুয়েত প্রবাসীদের হালনাগাদ তথ্যাদি প্রণয়ণ চলবে ৭ অক্টোবর পর্যন্ত : কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস

97

বাসস দেশ-২০
দূতাবাস-হালনাগাদ তথ্য
কুয়েত প্রবাসীদের হালনাগাদ তথ্যাদি প্রণয়ণ চলবে ৭ অক্টোবর পর্যন্ত : কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস
ঢাকা,২৯ সেপ্টেম্বর,২০২০ (বাসস) : বৈশি^ক করোনা (কভিড-১৯) পরিস্থিতির কারণে,কুয়েতের কর্মস্থল থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় তথ্যাদির হালনাগাদ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
আগামী ৭ অক্টোবর-২০২০ পর্যন্ত অনলাইনে প্রয়োজনীয় তথ্যাদির হালনাগাদ তালিকা প্রণয়নের কাজ অব্যাহত থাকবে।
আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
এতে উল্লেখ রয়েছে, কুয়েতের কর্মস্থল থেকে বাংলাদেশে গিয়ে বৈশি^ক করোনা (কভিড-১৯) পরিস্থিতির কারণে আটকে পড়া প্রবাসীদের আগামী ৭ অক্টোবর-২০২০’র মধ্যে নিম্নলিখিত অনলাইন রেজিষ্ট্রেশন লিংকে http://bdembassykowait.org/database
প্রয়োজনীয় তথ্যাদি পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকলকে দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের পাশাপাশি সকলের অবগতির জন্য এই অফিস আদেশ প্রকাশ করা হলো বলেও দূতাবাসের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
বাসস/সবি/জেডআরএম/১৮০০/-কেকে