বাসস দেশ-১৯ : একনেকে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ অনুমোদিত

97

বাসস দেশ-১৯
ভূমি মন্ত্রণালয়-প্রকল্প
একনেকে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ অনুমোদিত
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩শ’ ৩৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০২০-’২৪ মেয়াদে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ অনুমোদিত হয়েছে।
আজ শেরে বাংলা নগরে এনইসি ভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপত্বি করেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী এনইসি ভবন থেকে সভায় অংশ গ্রহণ করেন।
এই প্রকল্পের মাধ্যমে ভূমির গুণাগুণ অনুযায়ী, ভূমিকে প্লটওয়ারী কৃষি, আবাসন, বানিজ্যিক, পর্যটন ও শিল্প উন্নয়ন সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রনয়ন করা হবে।
একই সঙ্গে সারাদেশে মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার জন্য মৌজা ও প্লটভিত্তিক ডাটা বেইজ প্রনয়নও করা হবে।
প্রকল্পটির মাধ্যমে প্লট নাম্বার এবং প্লটভিত্তিক বিভিন্ন তথ্যাদি ভূমি জোনিং মানচিত্রে সন্নিবেসিত করা হবে। যাতে এই তথ্য ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অপ্রতুল ভূমি সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের ভূমি সম্পদ সংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে পারেন।
বাসস/সবি/এমএএস/১৭৫০/-স্বব