বাসস দেশ-১৮ : রেলওয়ের পণ্য ক্রয়ে অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্বারোপ

95

বাসস দেশ-১৮
কমিটি-রেলপথ
রেলওয়ের পণ্য ক্রয়ে অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ ও বেগম নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।
সভায় চট্টগ্রামের টাইগার পাশ এলাকায় বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকৃত ৪৫০টি আবাসিক কোয়ার্টার সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রয়যোগ্য স্ক্র্যাপের পরিমাণ সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন এবং রেলওয়ের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় রেলওয়ের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ১৪টি স্টেশনে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার প্যানেল স্থাপনের সুপারিশ করা হয়।
এতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭৪৫/-এএএ