বাসস ক্রীড়া-৫ : জেনোয়া শিবিরে করোনার হানা

93

বাসস ক্রীড়া-৫
ফুটবল-করোনা
জেনোয়া শিবিরে করোনার হানা
তুরিন, ২৯ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : সিরি-এ ক্লাব জেনোয়ার আরো ১২জন খেলোয়াড়ের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। এনিয়ে সর্বমোট ১৪টি পজিটিভ কেসে ক্লাবটির অবস্থা এখন বেহাল।
এর আগে গত সপ্তাহে জানানো হয়েছিল গোলরক্ষক মাত্তিয়া পেরিন ও মিডফিল্ডার লাসে স্কোনের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে। পরবর্তীতে আরো পরীক্ষার পর পুরো দলেই করোনার হানা দেখা দিয়েছে। এদের মধ্যে খেলোয়াড় ও স্টাফ রয়েছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
এ কারনে শনিবার তোরিনোর বিপক্ষে সিরি-এ লিগের ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার নাপোলির কাছে লিগে ৬-০ গোলে বিধ্বস্ত হয় জেনোয়া। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে নাপোলির খেলোয়াড় ও স্টাফদেরর পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
বাসস/নীহা/১৫৫০/স্বব