আর্জেন্টিনার সিনেট গর্ভপাতের বৈধতা দিতে বিল উত্থাপন

238
AppleMark

বুয়েন্সআয়ার্স, ২ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : আর্জেন্টিনার সিনেটে বুধবার গর্ভপাতের বৈধতা দিতে বিল উত্থাপন করা হয়েছে। ৮ আগস্ট এ ব্যাপারে ভোটাভুটি হবে। পাস করলে বিলটি আইনে পরিণত হবে।
১৪ জুন কংগ্রেসের নি¤œকক্ষ বিলটিকে অনুমোদন দেয়। এরপর বিলটিকে সিনেটে উত্থাপন করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিলটিতে গর্ভধারণের প্রথম ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমোদন দেয়া হয়েছে।
দেশটিতে গর্ভপাত বৈধতা পেতে হলে ৭২ জন সিনেটরের অধিকাংশের সমর্থন লাগবে।
ল্যাটিন আমেরিকার উরুগুয়ে, কিউবা ও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গর্ভপাতের বৈধতা রয়েছে।