বাসস বিদেশ-১ : মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত

203

বাসস বিদেশ-১
মেক্সিকো-সড়ক-দুর্ঘটনা
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত
টাক্সটলা গুতিরেস (মেক্সিকো), ২৯ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সোমবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাচীরের সাথে জোরে ধাক্কা খেলে কমপক্ষে ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
গুয়াতেমালা সীমান্তের কাছে চিয়াপাস রাজ্যের একটি মহাসড়কে ভোররাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজ্যের প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘যাত্রীবাহী ওই বাস রাস্তার পাশের একটি ইটের প্রাচীরের সাথে জোরে ধাক্কা খায়। এতে ১৩ জন প্রাণ হারায়।’
কর্তৃপক্ষ জানায়, বাসটির ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তারা আরো জানায়, যাত্রীদের অধিকাংশ ওই এলাকার বিভিন্ন কমিউনিটির বাসিন্দা।
বাসস/এমএজেড/১১০০/জেহক