বাসস বিদেশ-৯ : ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বেলারুশের বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত : মুখপাত্র

215

বাসস বিদেশ-৯
বেলারুশ-রাজনীতি-অস্থিরতা-ফ্রান্স-কূটনীতি
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বেলারুশের বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত : মুখপাত্র
প্যারিস, ২৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ফরাসি সরকারের একজন মুখপাত্র সোমবার বলেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বেলারুশের বিরোধী দলীযয় নেতা স্বেতলানা টিখানোভস্কায়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তাকে তার দেশের রাজনৈতিক সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। খবর এএফপি’র।
মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল বলেন, ‘বেলারুশে যা ঘটছে তা হচ্ছে ক্ষমতার সংকট, একটি স্বৈরাচারী শক্তি যা গণতন্ত্রের যুক্তি মেনে নিতে অক্ষম। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভিলনিয়াস সফরের সময় সেখানে পারিয়ে থাকা তিখানোভস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
বাসস/অনু-জেজেড/২১০০/এসই