বাজিস-৮ : নীফফামারীর ডোমারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

178

বাজিস-৮
নীলফামারী- মৃত্যু
নীফফামারীর ডোমারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারী, ২৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নেআজ নদীতে গোসল করতে নেমে রাবেয়া খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে ঘটনাটি উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে শাহ কলন্দর নদীতে এ ঘটনা ঘটে।
রাবেয়া ওই গ্রামের তছলিম উদ্দিনের কন্যা ও সোনারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।
রাবেয়ার দাদা মাহতাব উদ্দিন জানান, সোমবার দুপুরের দিকে রাবেয়া তার বান্ধবীদের সঙ্গে বাড়ির পাশে শাহ কলন্দর নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে নদীর গভীর পানিতে নিখোঁজ হয়। ওইসময় তার বান্ধবীদের চিৎকারে এলাকাবাসি খুঁজতে শুরু করে এবং আধা কিলোমিটার ভাটিতে ঈদগাহ ময়দান এলাকা থেকে রাবেয়ার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় হরিনচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম এ ঘটনার নিশ্চিত করেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নদীর পানিতে ডুবে শিশু রাবেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১৪৫/এমকে