বাসস ক্রীড়া-৩ : বিশ্বরেকর্ড গড়া ম্যাচের প্রথম দিন ৯ উইকেটে ২৮৫ রান করলো ইংল্যান্ড

194

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বার্মিংহাম টেস্ট
বিশ্বরেকর্ড গড়া ম্যাচের প্রথম দিন ৯ উইকেটে ২৮৫ রান করলো ইংল্যান্ড
বার্মিংহাম, ২ আগস্ট ২০১৮ (বাসস) : বিশ্বের প্রথম দল হিসেবে গতকাল বার্মিংহামে ১ হাজারতম টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। বিশ্বরেকর্ডের ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ ভারত।
টেস্টের প্রথম দিন টস জিতে আগে ব্যাট করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। দিন শেষে ৮৮ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করেছে ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক জো রুট। তার ১৫৬ বলের ইনিংসে ৯টি চার ছিলো।
এছাড়াও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো ৯টি চারে ৮৮ বলে ৭০, ওপেনার কিটন জেনিংস ৪টি চারে ৯৮ বলে ৪২ ও টেল-এন্ডার ব্যাটসম্যান স্যাম কারান ৩টি চারে ৬৭ বলে অপরাজিত ২৪ রান করেন।
ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ২৫ ওভার বল করে ৬০ রানে ৪ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সামি ২টি, উমেশ যাদব-ইশান্ত শর্মা ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২৮৫/৯, ৮৮ ওভার (রুট ৮০, বেয়ারস্টো ৭০, জেনিংস ৪২, অশ্বিন ৪/৬০)।
বাসস/এএমটি/১২১৫/স্বব