বাসস ক্রীড়া-১ : আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

167

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বাংলাদেশ ‘এ’
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
ডাবলিন, ২ আগস্ট, ২০১৮ (বাসস) : গতকাল ছিলো আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম আনঅফিসিয়াল ম্যাচ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে গেছে।
ডাবলিনের ওকহিল মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বৃষ্টি হানা দেয়। তাই ম্যাচটি ২৮ ওভারে নির্ধারিত হয়অ। পরবর্তীতে খেলার সুযোগ হলে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোমিনুল হক।
ব্যাটিং-এ নেমে ৫ ওভারে ১ উইকেটে ৩৭ রান তুলে আয়ারল্যান্ড ‘এ’ দল। এরপরই বৃষ্টির কারনে বন্ধ হয়ে যায় খেলা।
পরবর্তীতে বৃষ্টির বন্ধ না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারীরা। আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
বাসস/এএমটি/১২১০/স্বব