মাহবুবে আলমের কর্মজীবন নবাগত আইনজীবীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত : আনিসুল হক

322

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মরহুম এটর্নি জেনারেল মাহবুবে আলমের কর্মময় জীবন আগামী দিনের আইনজীবীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হবে।
আজ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মাহবুবে আলমের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, মাহবুবে আলম অনেক কিছু শিক্ষণীয় দেখিয়েছেন, করে গেছেন এবং বলেছেন। তাই যারা মাহবুবে আলমকে দেখেনি, যারা তাঁর সম্পর্কে জানেনা তাঁদেরকে মাহবুবে আলমের আদর্শগুলো জেনে অনুসরণ করার চেষ্টা করার অনুরোধ জানান আনিসুল হক।
আইনমন্ত্রী মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, আজ সুপ্রিমকোর্ট আছে কিন্তু
এটর্নি জেনারেল মাহবুবে আলম নেই। এটা তিনি মেনে নিতে পারছেন না। তাঁর এই চলে যাওয়ায় সুপ্রিমকোর্ট তথা সারা দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো বলেও জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, এটর্নি জেনারেল মাহবুবে আলমকে তিনি প্রায় ৪০ বছর যাবৎ চিনেন ও জানেন। তাঁরা বঙ্গবন্ধু হত্যা মামলাসহ অনেক মামলা একসঙ্গে পরিচালনা করেছেন। তাই মরহুমের সঙ্গে তাঁর অনেক স্মৃতি রয়েছে। নিজ কর্মগুণেই তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।
নামাজে জানাজা শেষে মাহবুবে আলমের কফিনে শ্রদ্ধা জানান আইনমন্ত্রী। এছাড়া আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার মাহবুবে আলমের কফিনে শ্রদ্ধা জানান।