বাজিস-৬ : ফেনীতে দুই ক্যাবল অপারেটরকে একলাখ ১০ হাজার টাকা জরিমানা

103

বাজিস-৬
ফেনী-জরিমানা
ফেনীতে দুই ক্যাবল অপারেটরকে একলাখ ১০ হাজার টাকা জরিমানা
ফেনী, ২৮ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলা সদরে ফিড অপারেটর লাইসেন্স না থাকায় আজ দুই ক্যাবল অপারেটরকে একলাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, জেলা শহরের হাজারী রোডে অভিযান চালিয়ে ফিড অপারেটর লাইসেন্স ব্যাতীত কেবল ব্যবসা পরিচালনা করার অপরাধে ওই এলাকার সামিয়া নেটওয়ার্ক কানেকশনের মালিক মো. মোজাম্মেল হোসাইনকে ষাটহাজার টাকা জরিমানা করা হয়। এরপর শহরতলীর রাণীর হাট এলাকায় অভিযানকালে একই অপরাধে স্পার্টিক কেবল নেটওয়ার্কের মালিক মো. শরীফুল ইসলামকে পঞ্চাশহাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
তিনি জানান, দন্ডিতদের প্রত্যেককে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে বিটিভির লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৫০/-এমকে