বাসস বিদেশ-৬ : মঙ্গলবারের বিতর্কের আগে বা পরে বাইডেনকে ড্রাগ পরীক্ষা করাতে হবে: দাবি ট্রাম্পের

116

বাসস বিদেশ-৬
যুক্তরাষ্ট্র-নির্বাচন
মঙ্গলবারের বিতর্কের আগে বা পরে বাইডেনকে ড্রাগ পরীক্ষা করাতে হবে: দাবি ট্রাম্পের
ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর, ২০২০(বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মঙ্গলবার অনুষ্ঠেয় তাদের উভয়ের প্রথম বিতর্কের আগে কিংবা পরে জো বাইডেনকে ড্রাগ পরীক্ষা করাতে হবে।
ট্রাম্প রোববার টুইট করে বলেন, আমি মঙ্গলবার রাতে অনুষ্ঠেয় বিতর্কের আগে কিংবা পরে স্লিপি জো বাইডেনের ড্রাগ পরীক্ষা করানোর জোরালো দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, স্বাভাবিকভাবে আমিও করাতে রাজি আছি। বাইডেনের বিতর্ক দক্ষতায় অসামঞ্জস্য রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, কেবলমাত্র ড্রাগ পরীক্ষার মাধ্যমে এর কারণ জানা সম্ভব।
তবে তিনি তার দাবির পক্ষে কোন প্রমাণ উল্লেখ করেননি।
উল্লেখ্য, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী।
বাসস/জুনা/১৪৪৫/-জেহক