ট্রাম্প ২০১৬ সালে ফেডারেল আয়কর দেন ৭৫০ ডলার : এনওয়াইটি

242

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে মাত্র ৭৫০ ডলার ফেডারেল আয়কর জমা দেন। ওই বছর তিনি নির্বাচনে জয়লাভ করেন। ২০ বছরেরও বেশি সময়ের ট্যাক্স রিটার্ন উপাত্তের বরাত দিয়ে রোববার নিউইয়র্ক টাইমস একথা জানায়। খবর এএফপি’র।
ওই সংবাদপত্রের খবরে বলা হয়, হোয়াইট হাউসে প্রবেশের প্রথম বছরেও ট্রাম্প মাত্র ৭৫০ ফেডারেল আয় কর জমা দেন এবং ব্যবসায় অনেক লোকসান হওয়ার কারণে তিনি আগের ১৫ বছরের মধ্যে ১০ বছর কোন আয় কর জমা দেননি।