বাসস দেশ-৪ : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সুপ্রিমকোর্টে, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

108

বাসস দেশ-৪
মাহবুবে আলম-জানাজা-দাফন
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সুপ্রিমকোর্টে, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২০ (বাসস): অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের জানাজার নামাজ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বাসস’কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সোমবার ১১ টার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা অনুষ্ঠিত হবে। ১১টার দিকে তার মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আনা হয়। আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। হাসপাতালের হিমঘর থেকে সকাল ৮টার পর মাহবুবে আলমের মরদেহ মিন্টু রোডে তার সরকারি বাসভবনে নেয়া হয়। সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম(৭১) রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাসস/এএসজি/ডিএ/১২০০/-আসাচৌ