বাজিস-১৬ : বিভিন্ন জেলায় বিশ্ব পর্যটন দিবস পালিত

194

বাজিস-১৬
পর্যটন দিবস- পালিত
বিভিন্ন জেলায় বিশ্ব পর্যটন দিবস পালিত
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস): বান্দরবান, পাবনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় আজ রোববার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
বাসস-এর বান্দরবান সংবাদদাতা জানান, ‘পর্যটন ও গ্রামীন উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ রোববার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আজ সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের হয়ে পরিষদের মিলনায়তনে সমবেত হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহি কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এ কে এম নাজমুল হক প্রমুখ।
বাসস-এর পাবনা সংবাদদাতা জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ রোববার জেলা প্রশাসন আলোচনাসভা, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণসহ নানা কর্মসুচীর আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জলা তথ্য কর্মকর্তা ফরহাদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট প্রমুখ অংশগ্রহন করেন। আলোচনাসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাসস-এর কুমিলা জেলা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে আজ রোববার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
বাসস/সংবাদদাতা/২১২২/এমকে